চারি
যুগের তারকব্রহ্ম নাম
প্রত্যেক সনাতন ধর্মালম্বীদের
জানা উচিত আমাদের চারি যুগের তারকব্রহ্ম নাম কি ছিল এবং যুগের ভিত্তিতে তারকব্রহ্ম
নাম কোনটি করা উচিত। অর্থাৎ বর্তমানে কলিযুগ চললে তাই “হরে কৃষ্ণ” মহামন্ত্র নাম করাই প্রত্যেকের
অনিবার্য তা না হলে কলিতে কারো নিস্তার নেই এবং কলি যুগে এ মন্ত্রই হল সবচেয়ে শ্রুতি
মধুর ও মোক্ষদায়ক।
চারি যুগের তারকব্রহ্ম নাম
সত্যযুগে- নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা।
নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি।।
ত্রেতাযুগে- রাম নারায়ণানন্ত
মুকুন্দ মধুসূদন।
কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুন্ঠ বামন।।
দ্বাপরযুগে- হরে মুরারে মধুকৈটভারে।
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।।
যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু।
নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ।।
কলিযুগে- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
==বাংলাদেশ সেবাশ্রম==
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.