শ্রবণ, মনন ও নিদিধ্যাসন মোক্ষলাভের উপায়
শ্রবণের অর্থ হল- আত্মার
যথার্থ স্বরূপ সম্পর্কে শাস্ত্রবাক্যের উপদেশ শ্রবণ করা।
মননের অর্থ হল- এই উপদেশ
নিজের মনে চিন্তা করা এবং বিচারবুদ্ধির সাহায্যে সেই জ্ঞানকে মনে দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত
করা।
নিদিধ্যাসন হল- যোগাভ্যাসের
দ্বারা আত্মার স্বরূপ সম্পর্কে ধ্যান করা। ধ্যানের মাধ্যমে আত্মার যথার্থ স্বরূপের
জ্ঞান গভীর ও নিবিড়ভাবে উপলব্ধি হবে। নিদিধ্যাসের মাধ্যমে সত্যের সাক্ষাৎ উপলব্ধি ঘটে
এবং অবিদ্যা দূর হয়।
এইভাবে শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে জীব আত্মার যথার্থ
স্বরূপ সম্পর্কে অবহিত হয়ে থাকে। তখন জীব আর মন, শরীর বা ইন্দ্রিয়কে আমি-রূপে উপলব্ধি
করে না। মিথ্যা-জ্ঞান বিনষ্ট হওয়ার জন্য মিথ্যাজ্ঞান থেকে উদ্ভূত যে দোষ-রাগ, দ্বেষ
ও মোহের আর উৎপত্তি হয় না। প্রবৃত্তিরূপ কারণের অভাবে জীবের আর জন্মগ্রহণ করতে হয় না।
জন্মরূপ কার্যের উৎপত্তি না হওয়ার জন্য আত্মার সংঙ্গে দেহের সব সংযোগ বিনষ্ট হয় এবং
দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে। আত্মার স্বরূপে অবস্থান এবং তার ফলে দুঃখের আত্যন্তিক
নিবৃত্তিই হল মোক্ষ লাভ অর্থাৎ মোক্ষ লাভ কোন ভীতিজনক অবস্থা নয় বরং এ হল এক পরম শান্তির
অবস্থা।
==বাংলাদেশ সেবাশ্রম==
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.