জপমালা ও বহুমালা শুদ্ধি/ সংস্কার বিধি মালা
জপমালা কিংবা
যেকোন মালা শুদ্ধিকরণ ছাড়া ব্যবহার করলে তা শাস্ত্রীয় বিধি বিরোধী। মালা সংস্কার বিধি
ছাড়া ব্যবহার্য করলে তার কোন উপকার হয় না অর্থাৎ ব্যবহার করা আর না করা সমান কথা। তাই
প্রত্যেকে অবশ্যই শুদ্ধিকরণ করে যেকোন ব্যবহার করা উচিত।
প্রথমত মালা পঞ্চগব্য দ্বারা উত্তমরূপে মার্জন করিবে অর্থাৎ
পঞ্চগব্য হল:- গো-মূত্র, গো-ময়, গো-দুগ্ধ, গো-দধি, গো-ঘৃত এই পাঁচটি দ্রব্যকে
একত্রে সংমিশ্রণ করলে তাকে পঞ্চগব্য বলে। তারপর ধৌত করিয়া তদুপরি মূলমন্ত্র দশবার এবং
গায়ত্রী মন্ত্র আটবার জপ করিবে। পরে গুগগুলাদি ধূপের ধূম স্পর্শ করিয়া চন্দন পুষ্প
দ্বারা সজ্জ্বিত করিয়া ‘ওঁ’ সদ্যোজার্তং
প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমঃ। ভবে ভবে
নাদি তবে ভজস্বেমাং ভবোদ্ভাবায় নমঃ। এই সদ্যোজাত মন্ত্র দ্বারা পূজা করিয়া গুরু, বৈষ্ণব ও কৃষ্ণকে মনঃরূপী ধারণ
করাইয়া স্বয়ং জপ বা ধারণ করিবে।
(শ্রীহরিভক্তি-বিলাস, স্কন্ধ পুরাণা)
==বাংলাদেশ সেবাশ্রম==
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.