ভগবত প্রাপ্তির পথ


ভগবত প্রাপ্তির পথ 

শ্রীভগবান্‌ বলিলেন, অব্যক্তের চিন্তা দুঃসাধ্য, ব্যক্ত উপাসনাই সুখ-সাধ্য, অতএব তুমি আমার ব্যক্ত স্বরূপেই চিত্ত স্থির কর। কিন্তু চিত্ত স্থির করাও সহজ নহে। অর্জুন বলিয়াছেন, উহাও দুঃসাধ্য বোধ হয় (গীতা-৬/৩৪ শ্লোক)।   তাই শ্রীভগবান্‌ বলিলেন- (১) যদি আমাতে চিত্ত স্থির করিতে না পার, তবে অভ্যাস-যোগ দ্বারা আমাতে মন স্থির করিতে চেষ্টা কর। চিত্তকে সমস্ত বিষয় হইতে প্রত্যাহার করিয়া কোন একটি বিষয়ে পুনঃ পুনঃ স্থাপনের নাম অভ্যাস-যোগ, গীতার ষষ্ঠ অধ্যায়ে ইহা বিস্তারিত উল্লেখিত হইয়াছে।

(২) যদি এই অভ্যাস-যোগেও অসমর্থ হও, তবে আমার লাভার্থ আমাতে ভক্তি-উৎপাদক শাস্ত্রোক্ত কর্মাদি (যেমন- শ্রবণ, কীর্তন, ভাগবত-শাস্ত্রাদি পাঠ, পূজার্চনা ইত্যাদি) করিলেও সিদ্ধি লাভ করিবে।

(৩) তাহাতেও যদি অসমর্থ হও, তাহা হইলে প্রথম হইতেই মদ্‌যোগ অর্থাৎ আমাতে সর্ব কর্ম-সমর্পণরূপ কর্মযোগ আশ্রয় করিয়া তারপর সংযত চিত্ত হইয়া সমস্ত কর্মফল ত্যাগ কর। ইহাই হল ভগবত প্রাপ্তির উল্লেখিত পথ।
“জয় রাধেশ্যাম”

         ==বাংলাদেশ  সেবাশ্রম==
Share on Google Plus

About Bangladesh Sebashrom

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.