প্রশ্ন ও উত্তর পর্বঃ- কোন কিছু সম্পর্কে জানতে হলে প্রথমে প্রয়োজন প্রশ্ন করা। আর প্রশ্ন করলেই সে সম্পর্কে উত্তর পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তিগণ প্রশ্নের মাধ্যমে সদ্ত্তর পেতে চান।
প্রশ্ন ও উত্তর পর্বঃ
১. ধর্ম বলতে ক বুঝায়?
উত্তরঃ- শব্দগত অর্থে ‘ধর্ম’ শব্দটি সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকে নেয়া হয়েছে, যার অর্থ ধারণ করা। সুতরাং শব্দগত অর্থে বলা যায় যে, জীবনকে যা ধারণ করে তাই ধর্ম। সাধারণত ব্যক্তিগত জীবনের এবং জাতীয় জীবনে যা যথার্থ সংহতি আনে তাই ধর্ম। আর ধর্মের কাজ সত্য ও সুন্দরকে নিয়ে, ধর্মবোধ মানুষের নীতিবোধকে উন্নত করে আবার উন্নত নীতিবোধ ধর্মবোধের অগ্রগতিকে সহায়তা করে এবং ধর্ম হল এক ধরনের বিশ্বাস। ধর্ম বলতে আমরা কোন এক বিশেষ ধর্মকে বুঝি না। ধর্ম বলতে আমরা বুঝি-কোন অতিপ্রাকৃত সত্তায় মানুষের বিশ্বাস, যে তার জীবনের সকল মূল অনুভূতিকে এবং ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। (ধর্মদর্শন)
২. সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য কি?
উত্তরঃ- সনাতন ধর্মের কথা হচ্ছে- “আত্মনঃ মোক্ষার্থং জগদ্ধিতায় চ”- অর্থাৎ নিজের মোক্ষ ও জগতের কল্যাণের জন্যই মানব জীবন। সুতরাং এক কথায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেভে নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করাই সনাতন তথা হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য। (জ্ঞান-মঞ্জুরী)
৩. শ্রীকৃষ্ণই কি ভগবান?
উত্তরঃ- হ্যা! শ্রীকৃষ্ণই ভগবান। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন-
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্।।
অর্থাৎ- ভগবান শ্রীকৃষ্ণ হলেন একমাত্র ঈশ্বর তাঁর বিগ্রহ সৎ, চিৎ এবং আনন্দময়। আদিপুরুষ গোবিন্দ এবং সর্বকারণের কারণ। মহাপ্রভু বলেছেন- “একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যাবে যৈছে নাচায়, সে তৈছে করে নৃত্য”।
৪. সকার পূজা মানে কি?
উত্তরঃ- “যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমার পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়”। (শ্রীরামকৃষ্ণ)
৫. হিন্দুদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান কোথায়?
উত্তরঃ- আধ্যাত্মিক তত্ত্বের দিক থেকে মাতৃসেবাই সর্বশ্রেষ্ঠ তীর্থ।
৬। শ্রীমদ্ভগবদ্গীতা সম্পর্কে মহাত্মা গান্ধী কি বলেছেন?
৭। Adam’s Peak- তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.